হায় রে
-অযান্ত্রিক
দেখে যাই ,ভেঙে পরা সিংহদুয়ার,
দেখে যাই ,ভুলে যাওয়া মানুষের মুখ।
দেখে যাই, পথে সদ্যোজাত দেবালয়,
দেখে যাই ,মরে যাওয়াই সস্তা অসুখ।
দেখে যাই ,শারীরিক প্রেম ভালোবাসা,
দেখে যাই ,ধরা পড়ে যাওয়ার, ছোট ঘৃণা,
দেখে যাই, দুহাতে জাপ্টে ,খদ্দেরি হওয়া,
দেখে যাই, রাতে মেয়েটা খদ্দের পেলোনা।
দেখে যাই, একা হয়ে যাওয়া মায়ের মুখ,
দেখে যাই, একা বাবা ,ছবিতে পরে মালা।
দেখে যাই, দেরী করা সন্ধ্যায় বাজে শাঁখ,
দেখে যাই, জমা পাহাড়ের, সব কথাই না বলা।
দেখে যাই, রিড বসে যাওয়া হারমোনিয়ামে,
দেখে যাই, গলা সাধছে দুই বেণী বাঁধা ছোট মেয়ে।
দেখে যাই, সুবিধা ছড়িয়ে হয়ে যাওয়া ঈশ্বর
দেখে যাই, প্রনামির থালার দিকে আছে চেয়ে।
দেখে যাই , জন্মাচ্ছে পঙ্গপালে প্রতিদিনই,
দেখে যাই, মাথা নীচু জাত এক শ্রেণীর।
দেখে যাই ,বলছে না কেউ কোথাও,
দেখে যাই, বলছে না কেউ হাত ওঠাও।
কিছু বলার মত আস্পর্ধা এখনও হয় নি…