Site icon আলাপী মন

কবিতা- তুমি ও কবিতা

তুমি ও কবিতা
– অমিতাভ সরকার

 

 

কেন জানিনা দুর্বলতাকে মাপকাঠিতে
মাপতে পারিনা। বয়সের তারতম্যের হদিস পায় না। পড়তে পড়তে কবিতাকে ভালোবাসি। ভালবাসি ভাবনার উত্তরাধিকারী কে। কখনোবা বিনম্র শ্রদ্ধায় আবার চঞ্চলতার অভিব্যক্তিতে। চৈত্রের সজনে ফুলের মত শুভ্রতায়, রজনীগন্ধার সৌরভময় মাদকতায়।
আমার লেখা কবিতা কারো মনে দোলা দেয় কিনা জানিনা, জানিনা তার হৃদয়ের খোঁজ। বসন্তের কুহু কুহু সুর, চৈত্রের মধ্য দুপুরে রঙিন রঙে মন ভরে ওঠে কিনা।
কবিতা। কবিতার জন্য লেখা হয়। মন রাঙ্গিয়ে তোলার জন্য, ভাবিয়ে তোলার জন্য, বিবর্ষ মনকে উদ্দীপ্ত করার জন্য, ভালোলাগা আর ভালোবাসার রেশ রেখে যাওয়ার জন্য।

Exit mobile version