Site icon আলাপী মন

কবিতা- আলোর ভোর

আলোর ভোর
– শিলাবৃষ্টি

 

 

কাল সারারাত চোখে ঘুম ছিলনা…
এপাশ ওপাশ আকাশ পাতাল
ভাবতে ভাবতে–,
ঘড়ির কাঁটায় চোখ রাখতে রাখতে —
কখন যে রাত ভোর হয়ে গেল-
কে জানে !

কাল স্বপ্নরা উঁকি দিলনা একবারও;
রাতের গাঢ় অন্ধকারে …
আকাশে নক্ষত্রের আলো !
সে আলোয় আমার প্রিয় স্বপ্নেরা কি
কোন পথ খুঁজে পেয়ে
হারিয়ে গেল !
কে জানে !

রাত জাগা একটা পাখি-
কেঁদে কেঁদে উঠছিল বার বার।
কান্নার সে সুর —
বড় করুণ ছিল তার।
সে কি তার ভালোবাসা কে
হারিয়ে ফেলেছে !
কে জানে !

রাতের শেষ প্রহরে
সেই বহুবার শোনা কথাটা
উচ্চারিত হল মনে মনে।
” রাতের আঁধার কেটে ভোর আসবেই।”
পায়ে পায়ে সিঁড়ি বেয়ে
উঠে গেলাম ছাদে …
অনেকদিন বাদে …
রাতের অন্ধকারের ভেতর থেকে
আলোর ভোর দেখব বলে।

Exit mobile version