Site icon আলাপী মন

কবিতা- সব হারিয়ে তোমায় পাওয়া

সব হারিয়ে তোমায় পাওয়া
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

আজকে হঠাৎ মনসাগরে বাঁধভাঙা এক ঢেউ,
ভাসিয়ে দিল, ভয়,পিছুটান,চারপাশে নেই কেউ
ঢেউয়ের তোড়ে ভাঙল আমার শরীর, মনের আগল,
সব হারালাম?না কি দিলাম, ভেবে উদাস পাগল!

মন হারিয়ে মন পাওয়া যায়, বলে শুনি লোকে,
আমার এ মন সমর্পিত, অনেক দিনের থেকে।
বেশ তো ছিলাম, দেওয়া-নেওয়া, চাওয়া-পাওয়া নিয়ে,
জীবনভরা মান-অভিমান, দুঃখে প্রলেপ দিয়ে।

অনেক ব্যথা-যন্ত্রণারা ঘুমিয়ে ছিল মনের মাঝে,
রোজনামচা হ়েঁসেল ঠেলে কাটছিল দিন ব্যস্ত কাজে।
মন কপাটে খিলটি এঁটে, দিব্যি ছিলাম সুখের ভ্রমে,
চলতি পথে,দখিন হাওয়া ডাক পাঠালো আমার নামে।

সজোরে এক ধাক্কা দিয়ে খুলল মনের দ্বার,
হ’লাম আমি দখিন হাওয়ার, সে হ’ল আমার।
হাওয়ার জোরেই খুলে গেল, সকল আবরণ,
হারিয়ে ফেলি লজ্জা আমার, জাগে শিহরণ।

আজকে আবার সমর্পিতা,আমি তোমার তরে,
পেয়েছি যে প্রেমের পরশ,নিয়েছি আঁচল ভরে।
সব হারিয়েও সব পেয়েছি,তোমার মনের সাড়া,
সাগর স়েঁচে মুক্তো পেয়ে হয়েছি পাগল-পারা।

Exit mobile version