Site icon আলাপী মন

কবিতা- আয়না ভাঙার শব্দ

আয়না ভাঙার শব্দ
– পারমিতা ভট্টাচার্য

 

 

স্বপ্নবোনা সেই চোখের দৃষ্টি আজ ঘোলাটে
তবুও কিসের টানে গোলাপে সাজাই টেবিলের ফুলদানি?
ধুলোধরা খাতার প্রতিটি অক্ষরে চেয়ে দেখো
এখনও সেরকমই আছি,আগের মতোই আমি।

তুমি এসেছিলে দেবদূতের মতো পা টিপে
মন ভেবেছিল এ হয়তো পূণ্য জন্মের ফল
গমক্ষেতে ঠোঁট ডুবিয়ে যে পাখি প্রত্যাশা খোঁজে
সে কী জানে তার জন্য অপেক্ষমান আল কেউটের হলাহল?

পাথর বিদীর্ণ করা শিকড়কে জিজ্ঞেস করো
ভালোবাসা কাকে বলে? স্বপ্ন কাকে বলে?
তুমিও শুধু প্রয়োজন ভেবেছিলে, প্রিয়জন নয়
তাই এতো সহজে পেরেছিলে সব ছিঁড়ে যেতে চলে।

আজ আমি নৈঃশব্দের ঝর্না কলমে
একাকীত্বের কবিতা লিখি বসে, একা
তখন তুমি বুঁদ থাকো অন্য চুলের গন্ধে
তোমার দেওয়া কথা তখন অবিশ্বাসে হয় সেঁকা।

আজ যখন খোলা জানলার সামনে দাঁড়াই
চোখে ভাসে তোমারই মুখ, হে আমার প্রিয়জন
যাকে মনের সিংহাসনে নারায়ণ শিলা ভেবে বসিয়েছিলাম
সেই আজ বাঁচতে চাওয়া জীবনের ধ্বংস – উপকরণ।।

Exit mobile version