Site icon আলাপী মন

কবিতা- জন্ম নিতে জানি

জন্ম নিতে জানি
– সুমিত মোদক

 

 

আমি তো কেবল তোমাকে চেয়ে ছিলাম ;
কেবলমাত্র তোমাকে …

যে দিন থেকে নিজেকে জানতে শিখেছি ,
চিনতে শিখেছি,
বুঝতে শিখেছি,
সে দিন থেকে মনে মনে তোমাকে
কামনা করে গেছি,
ভালবেসে গেছি,
দূর থেকে নীরবে;

সেই তুমি কি না কোনও দিনের জন্য
সেভাবে ভালবাসলে না আমাকে;
আমি তো কেবল তোমাকে পেতে চেয়ে ছিলাম;
তুমি যে আমার কাঙ্ক্ষিত পুরুষ;
আমার প্রথম প্রেম …
তোমার পৌরষত্ব, তোমার ব্যাক্তিত্ব,
তোমার বীরত্ব,
আমাকে নিয়ে যেতো এক ঋতু থেকে
আরেক ঋতুতে;
হয়ে পড়তাম ফল্গু নদী,
অতি সাধারণ এক নারী;

সেই তুমি একদিন সকলের চোখের সামনে
ঘুরন্ত মাছের চোখে তির মেরে
আমাকে জিতে নিলে
শ্রেষ্ঠ তিরন্দাজ হয়ে;
সে সময় আমার সে কি আনন্দ;
আনন্দে আমার সারা শরীর তিরতির করে কাঁপছিল;
সেটা কেউ না বুঝলেও তুমি তো বুঝে ছিলে
মালা বদলের সময়;

আমার সকল আবেগ, ভালবাসা, স্বপ্ন,
এতগুলো বছরের ইচ্ছা শক্তি
ভেঙে চুরমার হয়ে গেল
যখন তোমার মার কথা মতো
তোমরা পাঁচ ভাই মিলে আমাকে ভাগাভাগি করে নিলে;
আমি ভাগাভাগি হয়ে গেলাম,
শরীরে, কামনায়;
কিন্তু, সযত্নে লুকিয়ে রাখলাম আমার হৃদয়,
আমার প্রেম;
কেবলমাত্র তোমার জন্য;
অথচ , কোনদিনের জন্য বুঝলে না আমাকে
আমার ভালবাসা …

যদি সেটুকু বুঝতে তা হলে অন্তত পাশা খেলায়
বাজি রাখতে না আমাকে;
প্রকাশ্য রাজ সভায় বিবস্ত্র করতে দিতে না;
আমি কোনদিনের জন্য তোমার প্রেয়সী হয়ে উঠতে পারেনি;
তোমার কাছে কেবলমাত্র রক্ত-মাংসে গড়া নারী,
ভোগ্য ;
অথচ, চিরটা জীবন কেবল তোমাকেই
ভালবেসে গেলাম,
তৃতীয় পাণ্ডব;
তোমাকেই ভালবেসেই গেলাম …

আর সে কারণে মহাকাল মহাপ্রস্থানের পথে
আমাকে পতন ঘটালো;
তবু আমি তোমাকে ভালবেসে যাবো
যুগ যুগ ধরে;
জন্ম নেবো বার বার তোমার জন্য;
কেবল ভালবাসার জন্য;
তোমার ভালবাসা পাওয়ার আশায়;

আমি দ্রৌপদী,
আমি জন্ম নিতে জানি বার বার তোমার জন্য;
একটু ভালবাসার জন্য।

Exit mobile version