Site icon আলাপী মন

কবিতা- মেঠো পথ ধরে…

মেঠো পথ ধরে…

-অমল দাস

 

 

আমরা এগিয়ে গেলাম মেঠো পথ ধরে..

তুমি ওখানেই হাঁটু যুগল দৃঢ় করে দাঁড়িয়ে থাকো!

যে পথ ভঙ্গুর, দুঃসহায় দুর্গম, অন্তহীন.. অ-বিলীন

যে পথ অজস্র গভীর পঙ্কিল ডোবায় পূর্ণ

যে পথ রক্ত লালে রঞ্জিত, সেই পথই আমাদের।

তুমি নিরুত্তাপ, দেখতে থেকো নীল দিগন্তে মিশে যেতে!  

চিন্তা করো না, সমস্ত শস্য দানা রেখে যাবো,

তুমি একলা খেলে শেষ হবেনা, এজন্মে!  

তোমার তো দোসরও নেই!

সেও আমাদের পথের সাথী, এই রণ হুঙ্কারে।

তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো, ভিজে মাছ হয়ে!   

আমরা এগিয়ে গেলাম সংগ্রামের ওই পথ ধরে…

পলাশ,শিমূল,বসন্ত আজ রেখে গেলাম,

কবিতা, গল্প, নাট্য, গীতি সব এখন তোমার,

আমরা কেবল বুকে সাহস বেঁধে নিলাম!

ঐক্য গড়ে ভাঙবো শোষণ নিদ্রা…

তুমি ওখানেই দাঁড়িয়ে থেকো উদাসীন!

রক্ত আমাদের ঝরেছে, ঝরুক…

শ্বাস আমাদের থামছে, থামুক…

মাটিতে লাশ লুটিয়ে পড়ছে, পড়ুক…

সংখ্যা না হয় কমবে, আরও কমুক…

শেষ হাসিটা আমরাই হাসবো, জেনে রাখো…

শেষ তরীটা আমরাই বইবো, মনে রেখো…

শেষ হোলিটা আমরাই খেলবো, দেখে রেখো…

শেষ ছবিটা আমরাই আঁকবো, তুলে রেখো…  

তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো, মূক বধির!

আমরা এগিয়ে গেলাম মেঠো পথ ধরে…

Exit mobile version