কবিতা- আমার তুই

আমার তুই
– পাপড়ি চ্যাটার্জী

 

 

আমার কপালের টিপ হোস তুই
আলগা ছোঁয়ায় উঠবে ঝড়
চোখের কাজল নাই বা হলি
তোর বুকেতে বাঁধবো ঘর৷

ছোট্ট একটা তিল হোস তুই
আমার ঠোঁটে আদর মেখে
ঠোঁটপালিশ নাইবা হলি
তোর আবিরে সাজবো সুখে৷

গোলাপ যে চাইনা আমার
যুঁই হবি কি আমার চুলে
জ্যোৎস্না যখন চাঁদের বুকে
হারিয়ে যাবো নিজেকে ভুলে৷

জলোচ্ছাস চাই না আমার,
ঝর্ণা হোস আমার শিরায়
তোর বুকেতে আছড়ে পড়ে
শুদ্ধ হবো আদরবাসায়৷

বাউল হোস একতারাতে
মনখারাপী রাতের স্রোতে
নোঙর বাঁধিস আমার বুকে৷
জোনাকজ্বলা নিষিদ্ধ রাত
সামলে রাখিস মন খেয়াতে৷

আমি যদি হই মেঘবালিকা
ছটফটে এক অবাধ্য প্রেম
বুকের মাঝে জড়িয়ে ধরে
বৃষ্টি নামাস শীতল জ্বরে৷

তোর বুকেতে ভীষণ দহন
পোড়াস আমায় যখন তখন
পাগল তবু আমার থাকিস
বুকের মাঝে জড়িয়ে রাখিস৷

Loading

Leave A Comment