কবিতা- মুখোশ জীবন

মুখোশ জীবন
– দেসা মিশ্র

 

 

নিদ্রাহীন অনেক অনেক রাত,
এক নৌকা জোনাকি -স্বপ্নের অপেক্ষায় ।
দেহের ক্লান্তি মিটে যায়, মন পড়ে থাকে মনের অতলে।
শুরু শেষ হয় দিন রাতের ব্যস্ত লুকোচুরি –
আমিও লুকিয়ে যাই আমার আরো গভীরে আরো গভীরে ।
ছুঁয়ে দেখতে দিই না ক্ষত,
ভালবাসতেও দিই না ভুল করে।
দূরত্ব আঁকতে থাকি এক জীবনের, এভাবেই মৃত্যু আসে অবহেলায়, প্রতি শ্বাসে।
তবুও সবুজ বেশে মুখোশের দেশে সুন্দর এক মুখোশ -তুমি ও আমি।

ইচ্ছের ঘুড়িটাকে মুক্ত নীলে উড়তে না দিয়ে, বেঁধে বেঁধে রক্তাক্ত করি।
আর নাম দি গোলাপ কিম্বা রক্ত পদ্ম।
জীবন ঠিক তার চেনা পথে হাঁটে দেহের মৃত্যু পর্যন্ত।

অথচ অগুন্তি মৃত্যু মুখোশে লুকিয়ে রাখি আমি আর তুমি।

Loading

Leave A Comment