অণু কবিতা- মান হুঁশ

মান হুঁশ
– সুজিত চট্টোপাধ্যায়

 

 

ধনী হতে চেয়েছিলি তো?
হয়েছিস, হয়েছিস দুর্নীতি অগাধ,
চোরাগোপ্তা লুকোচুরি।

চেয়েছিলি, কেতাদুরস্ত নামী হতে?
হয়েছিস তো, নাটুকে দাম্ভিক নেতা,
বেচাকেনা মুখোশ ধারী।

মানুষ হতে চেয়েছিলি যে?
নাহ্, থাক..
এবার উত্তরটা তুইই দে..
দেখি তোর বুকের পাটা কতো,
কতখানি হিম্মতদার।

Loading

Leave A Comment