Site icon আলাপী মন

কবিতা- দেনা

দেনা
– মৈত্রেয়ী ঘোষ

 

 

কবেকারের টকে যাওয়া জীবন
খিল্লি করে গুঁজে রেখেছি ফাঁকে
না চিবোচ্ছি, না গিলছি,
একঘেয়েমী কাটাতে
বায়োস্কোপের কোটরে নয়তো
সস্তার সমুদ্র সৈকতে চক্কর মারি,
প্রতি পদক্ষেপে ভ্যাবাচ্যাকা খাওয়া জীবন
অশুভের পদধ্বনি তে ভীত হয়ে পড়েছে,
একটু একটু করে লালন করা ফুটফুটে স্বপ্নগুলো অজান্তেই জং ধরে গেছে,
কয়েক ফালি মিথ্যা প্রতিশ্রুতিতে
ফাটল ধরেছে হৃদয়ের দুর্বল ভিতে,
এখন ভয় হয়, ভবিষ্যতের দেনা
শোধ করার মতো রশদ আছে কি এ
তুবড়ে যাওয়া মনের!!

Exit mobile version