কবিতা- রাতুল রাঙা জয়েন্দ্র

রাতুল রাঙা জয়েন্দ্র
-অতীশ দীপঙ্কর

 

 

মিছিলের থেকেও দ্রুত এগিয়ে আসছে
ফেস্টুন করা বেহিসাবি জীবন,
ঝড় ঝাপটার শেষ নেই জীবনে
অথচ শতরূপে আষ্টেপিষ্টে মন।
চোখে তাক লাগে ময়দানে ছেড়ে দেওয়া অপ্রাপ্তি
লিরিক পেরেক এসে হৃদয় প্রকষ্ঠে এখন
গেঁড়ে আছে সে কবে আমি কী জানি!
সমুদ্রে সদ্য পোঁতা পেরেক এমন
যে হৃদয় অতলেই ডুবছি।

সমুদ্র রাতুল রাঙা
আভা একদিন পড়েছিল মধ্য আঙ্গিনায়,
দেখেছি আলোর ছটা
বৈরীতা ছাইরঙ মিলে অদ্ভূত কিন্তু খারাপ নয়।
ছড়িয়ে আছে উচ্ছ্বলতার ঢেউ গর্জন
এ তো শুধুমাত্র দিন নয়!
খোলা বইয়ের আঁচল নিয়ে করছি তর্জমা তর্পন,
ভাবছি জীবন নিশ্চিত সার্থক হয়
যদি রাষ্ট্র পরিচালনার কপিকল সকলের হয় আপন!
রাঘবদের রঙিন মুখোশ যদি খুলে যায়
সাবধনতার বেষ্টনী স্বল্প হবে,
যে হায়েনারা তেড়ে আসে তরবারি হাতে লহমায়
তারাও ব্যঙ্গ হবে ভাবনার বৃত্তের বিন্দুতে।

গহীন চিতায় জ্বলছে অন্দর মহল
দেশ আমার বেশভূষা,
প্রিয় সমুদ্র পেরেক পোঁতা ক্ষত আর হাসি গান নীল
অন্তরালে অতলে ডুবেছি যেথা।।

Loading

Leave A Comment