অনন্ত অবসরে
– অমিতাভ সরকার
ঘরে বসে একমনে সময়ের গতি গুনি,
তিল তিল করে তোমাতেই জাল বুনি।
তুমি আমি গৃহবন্দি,
নিঃস্ব সব মনসন্ধি।
প্রেমের অলস গল্প রয়ে আছে খিল বন্দি।
বাঁধানো বকুলতলা, বকুলে ভ্রমর খেলা,
সুনসান পথঘাট, বয়ে যায় অলস বেলা।
তুমি আমি স্বপ্ন দেখি,
প্রেমে আজ মলিন আঁখি।
ঝরে পড়া বকুল রাশি নিরবে ঊর্ধ্বমুখী।
চৈত্রের দুপুর এখন, বাতায়নে খোলামন,
সজিনা ফুলের মতন জ্বলজ্বলে শিহরণ।
আমি তুমি এক সনে,
গান গাহি এক মনে।
দুপুর গড়িয়ে মন গোধূলির বরিষণে।