কবিতা- জন্মান্তর

জন্মান্তর

-জিৎ সাহ

 

…এই পৃথিবীর বুকে আমরা কেউ মৃত নই,
বেঁচে আছি।
কেউ শ্বাস নিচ্ছি, কেউ বা দীর্ঘঃশ্বাস !
কেউ বা নিঃশ্বাস ফেলছি, কেউ দীর্ঘ নিঃশ্বাস।।
যদি বিশ্বাস না হয়, আমার সমাধির ‘পরে কান পেতে দেখে নিস
তোর বুকের ঠিক বাম পাশে বেঁচে আছি আমি তোর শ্বাস প্রশ্বাসে,
নিঃশ্বাসে অথবা দীর্ঘঃনিশ্বাসে….
আমি বেঁচে আছি
বেঁচে রব তোর নরম বক্ষের ওঠানামায়,
বেঁচে রব তোর ভাবনায়।।
আমি বেঁচে আছি
বেঁচে রব তোর চিন্তায় চিন্তনে
বেঁচে রব আমার নিভে না যাওয়া চিতার আগুনে,চিরন্তনে!!
….এই পৃথিবীর বুকে আমরা কেউ মৃত নই,
বেঁচে আছি চিতার আগুনে,
বেঁচে আছি সমাধিতে সমাহিত কফিনে।।
কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেললেই যে
অন্য কেউ নিশ্চয় নেবে দীর্ঘঃশ্বাস।।

Loading

One thought on “কবিতা- জন্মান্তর

Leave A Comment