কথা দিলাম
– পারমিতা ভট্টাচার্য
আজ চারিদিকে এতো আলো,তবু মনে সংশয় বোঝা
আসন্ন হলে যাবার সময়,বাকি থাকে হিসেব খোঁজা।
জীবন মরণ সীমায় দাঁড়িয়ে তবু শুনি জীবনের জয়ধ্বনি
মৃত্যু,সে তো অমোঘ সত্য,এ কথাও মানি।
এতো খুশি,এতো সুখ,প্রাণের যত মিতে
কি করে যাবো সব ছেড়ে?বড়ো মায়া এই পৃথিবীতে।
পৃথিবী তুমি কী বোঝনা,তোমার রূপের এত অপার আয়োজন
মানুষ ছাড়া কেই বা করবে রূপের রসাস্বাদন?
পৃথিবী কার উপর করো তুমি এতো অভিমান?
কোন অন্ধকারে পরবাসী হয়ে করো মৃত্যুকে আহ্বান?
জানি,মানবতাহীন মানুষ তোমাকে দিয়েছে অনেক ব্যাথা
তবু,মানুষ বিনা অজানা তুমি,এই মানুষই তোমার সার্থকতা।
তোমার জঠরে প্রাণের ছোঁয়া,তুমিও তো মা
সন্তান আজ সকাতরে কাঁদে,তুমি কী শুনতে পাচ্ছোনা?
তোমারই বুকে মহামারী রূপে আঁধার করে অভিযান
কেমন করে মৃত্যুর কাছে তুমি করলে আত্মসমর্পণ?
তোমার সন্তান আজ মৃত্যুবাণে হারিয়েছে তার দিশা
তোমারই স্নেহের পরশ দিয়ে ঘোচাও অমানিশা।
মানুষ বিনা,প্রাণ বিনা,তুমি নিষ্প্রাণ এক গ্রহ
কে পুজিবে তোমায় সিংহাসনে ভেবে মাতৃ বিগ্রহ?
ক্ষমা করে দাও আজ,সন্তানের যত গূঢ়তর অপরাধ
তোমার আকাশে সূচিত হোক একটা নবপ্রভাত
একদিন মৃত্যু আসবে বলেই জীবনে এত পরিপাটি আয়োজন
দেখ,মানুষের মাঝে ভগবান এসে আজ সামলায় রণাঙ্গন।
তাকিয়ে দেখ,তোমারই বুকে,মাটিতে আজ নেমেছে ভগবান
ভুলিনি পৃথিবী,ভোলেনি মানুষ তোমার অবদান।
পৃথিবী,একবার শুধু তোমার আশীষজ্যোতি ঢালো
কথা দিলাম,তোমায় রাখবো চোখের পলকে,বাসবো তোমায় ভালো।
সত্যি । মানুষ আজ মৃত্যু ভয়ে যত না ভীত ,তার থেকেও ভীত আপনজনকে কিভাবে ছেড়ে যাব, সেই ভয়ে চিন্তায়…