Site icon আলাপী মন

কবিতা- ফিরিয়ে নিলাম

ফিরিয়ে নিলাম
-রীণা চ্যাটার্জী

ফিরিয়ে নিলাম সব প্রতিশ্রুতি,
শর্ত, সব কথা।
বাঁধনটুকু উড়িয়ে দিলাম ভিড়ের
মাঝে, মুক্ত অঙ্গীকারে।
গুঁড়িয়ে দিলাম প্রাচীর, তুলেছিলাম
অভিযোগের কংক্রিটে,
অভিমানের নোনা পলেস্তরা ঝরবে
অবহেলার অশ্রুজলে।

ফিরিয়ে নিলাম সকাল সাঁঝের
সবটুকু ভালোবাসা।
সোহাগ বেলার কথা, রাত জাগার
সকল আদর- প্রহর।
নীরবতা সাক্ষী রেখে শত সহস্র
গভীর নিঃশ্বাসের শব্দ..
মুখবন্ধ মন খারাপের ধূসর খামে
ঘুমিয়ে থাক শীতঘুমে।

ফিরিয়ে নিলাম হৈমন্তী শিশির,
বসন্তের পলাশ,
বর্ষা রাতের ভেজা রজনীগন্ধার
কাঙ্খিত সৌরভ।
কুয়াশা ভোরের আবছা আলোয়
মুঠোয় ধরা হাত,
সাগর বেলায় কুড়িয়েছিলাম যত
ভালোবাসার ঝিনুক।

ফিরিয়ে নিলাম অনুযোগের পুরোনো
ছেঁড়া দস্তাবেজ।
ফিরে দেখেছি অলসতায়, নিঃসঙ্গ
অভিযাত্রার প্রতি পল..
ফিরে গেছি রোজ একটু একটু করে
শিথিল পা’য়ে,
ফিরিয়ে নিলাম তাই সব প্রতিশ্রুতি,
সব শর্ত, সব কথামালা।

Exit mobile version