ও মেয়ে… শোন
– দেসা মিশ্র
মেঘ নৌকা তোর জন্যে, তোরই জন্য চাঁদের ঢেউ,
ও মেয়ে তুই কাঁদিস কেন ? নেই বুঝি তোর কেউ ?
ওই তো আছে সূর্য বুড়ো কবে থেকে জেগে,
রোজ সকালে আদর করে তোকে যে দেয় ডেকে।
ওই যে আছে পাখির দল – কিচির মিচির গাই,
মিছে বলিস – তোর সঙ্গী কেউ নাই।
পাহারা দেয় পাহাড় সবুজ – তোর নকশা কাটা মনে,
বৃথা কাঁদিস মুখ লুকিয়ে একলা ঘরের কোণে।
ঘাস ফুলে দেখ ডুব দিয়ে যায় -প্রজাপতির দল,
মুখ তুলে দেখ, – কি রঙ নিবি বল?
উঠিয়ে মাথা আকাশ দেখ – কতো সুখের ছবি,
বল না মেয়ে – বাসবি ভালো? ওদের বন্ধু হবি?
সবাই তোকে ভালোবাসে, নেয় যে তোর খোঁজ,
তাই তো মেয়ে, তোর ঘুমের দেশ স্বপ্ন মাখা রোজ।।