কবিতা- প্রথম ক্ষণ

প্রথম ক্ষণ
-সুমিতা পয়ড়্যা

 

 

প্রথম তোমায় ছুঁয়েছিলাম চোখের আলিঙ্গনে
মনের কথা মনেই ছিল বোঝো নি তার মানে।
চোখ বুজলেই তোমার মুখ, খুললেও সেই তোমার মুখ ;
ভালোবাসার প্রথম ক্ষণে এক পলকে কতই না সুখ!
এক মুহুর্তে পেয়েছিলাম অনন্তকালের ভালোবাসা,
হৃদয়ের রূদ্ধদ্বারে তৃষার তৃপ্ত অমৃতসুধা।
অন্তর বাহির জুড়ে শুধু তুমি আর তুমি
ভালোবাসার প্রথম ক্ষণে স্বর্গীয় পরশে ভ্রমি।
এক লহমায় ভেসেছিলাম প্রাণপ্রিয় তোমার সাগরে
আজন্মের ক্ষুধা প্রতীক্ষায় রূপে রূপান্তরে।
অনুভবে অনুভবে নিভৃতে নীরবে হৃদয় দিয়েছি ভরে;
প্রথম ক্ষণেই ভালোবাসা তীব্র বাসনার ঘোরে।

Loading

Leave A Comment