কবিতা

কবিতা- আমরা বাঁচব ওদের নিয়ে

আমরা বাঁচব ওদের নিয়ে
– মঙ্গল মন্ডল

 

 

সকালে মিষ্টি রঙ,
ওই রঙ সবার মধ্যে ছড়িয়ে দিয়ে
ওই ধরণীকে সবুজ করে তোলে ;
সবাই মাখতে চাই মিষ্টি আলো ,
সবাই মন ভোলাতে চাই
নাতিশীতোষ্ণ তাপে,আবার
যদি ওই দুপুর বেলা
মেঘ করে ভরে দেয় আকাশ আর
ভেজায় সবুজ পাতা ও শুষ্ক মাটিগুলো ,
তখন ওই মাটির গন্ধে
একদৃষ্টে আশা করে চাওয়া ,
আর ওই চরণদুটি একটু
লাফিয়ে বৃষ্টি ভেজার নেশা।

তবু নাকি আমরা থাকবো না,
কারা যেন কেড়ে নেবে আমাদের,
কারা যেন বন্দী করবে বধির কারাগারে;
তবে কি বৃষ্টি আর আসবে না ,
উঠবে না শান্ত আকাশে মিষ্টি রবি?
আমরা কি পারি না তোমায় খুঁজে
এনে ওদের সম্মূখীন করতে , আর
বলতে, এই এনেছি তোমাদের নেশা,
এবার আমাদের বাঁচতে দাও , ফিরিয়ে
দাও মধুর আকাশ শরতের মেঘ, আমার
দৃঢ় বিশ্বাস আমরা
নতুন করে আবার বিশ্ব গড়ব।

মাটি থাকবে আর বাতাস
আকাশ জল আগুন থাকবে;
আবার নিঃশ্বাস যেন স্বাভাবিক হবে,
হাতে হাত রেখে আবার গড়ব ইন্দ্রপ্রস্থ।

যদি এমন হয়, একে অপরকে
মারবে না, খেয়ে ফেলবে না কোনো
সন্তানদের খাদ্য অন্বেষণে মাতা পিতাকে,
তবে কতই সুন্দর হত, হিংসা আর লোভ
হারিয়ে স্বর্গ পেতাম, গাছেরা যেমন
বাঁচতে খাদ্যের যোগান দেয়
তেমনি হবে আমাদের বিশ্ব, এক নতুন
আকাশে নতুন রবি প্রকৃতির মাথার সিন্দুর
হবে, আমরা বাঁচব ওদের নিয়ে, কেউ
কেড়ে নেবে না,বন্দী হবেনা অন্ধ কারাগারে।
সবাই স্বাধীন আকাশের মিষ্টি প্রজাপতি;
স্বাধীন পাখি আমরা, মিলে মিশে গান গায়।

Loading

Leave A Comment

You cannot copy content of this page