কবিতা- পোর্ট

পোর্ট
-অযান্ত্রিক

 


আমরা সুপরিকল্পনা নিয়ে শব্দ সাজাতে থাকি,
মাথার মধ্যে খেলে যেতে থাকে অপাপবদ্ধতা।
চারা গাছের সভায় যাই, শব্দের বক্তব্য রাখি,
স্মারক সামগ্রী নিয়ে হাতে, ভুলে যাই মৌলিকতা।

আমরা জঙ্গলে যাই ,বড় বড় গাছের কাছে যাই,
ঝরে পরা পাতার ,শুকিয়ে ওঠা ডালপালা মাঝে,
নিজেদেরই ছায়া দেখি,নিজেদেরই শরীর হাতরাই,
তবু বুঝিনা শুয়া পোকাই একদিন প্রজাপতি সাজে।

ভাবনাটাই সম্পদ,দৃষ্টিভঙ্গি বাহ্য অথচ মূল্যবান নয়,
নিশ্চয়তা প্রাকৃতিক উপায় জানে ,প্রতিম গাছেদের সভায়।
নিজের মালা হাতে নিজেকেই পাই ,বহমান সংকটে প্রায়,
পরিকল্পনার শব্দ শুকিয়ে আসে ,ঘরে রোদেলা বারান্দায়।

স্রোতের সাথেই হেটে গেলে পেরোনো যায় ছোট ভুল চুক,
দূরের কোনো বিষ আজ অমৃত শারীরিক বহতা চুমুক।
অগুনিত কথার সাজিয়ে আনলে ,জানি ফিরিয়ে দেবে তাও,
হে ঈশ্বরী শব্দ ,আর কত কাল কাটাবো মধ্য নিশি,
এসো হাত ধরো, কবিতা যাপন থেকে পরিত্রাণ দাও।

Loading

Leave A Comment