বসন্ত এসেও থমকে গেছে
-জিৎ সাহ
এবার বুঝি ফাগুন এসেও থমকে গেছে যেন।।
আগুনপাখির গানে গানে লাগেনি রঙ মনের গহীনে,
শয়নে স্বপনে জাগরণে
যার কথা ভাবতেও ভালো লাগতো একা একা—
সেই হলুদ মাঠ, হলুদ পাখি,
তুই আমি আর সেই বাঁকা মেঠো পথ।
গাছ গাছালি ভরে উঠেছে যদিও ফুলে ফুলে
আগুন লেগেছে আবারও কিংশুক বনে,
তবু এই ভর বসন্তে স্কুলপাড়ার সেই পাগলা কোকিলটাও বুঝি-
ভুলে গেছে গাইতে গান ফাগুনের চেনা সেই সুরে
জানি না কিসের অভিসারে।।
পাতা ঝরা বসন্তে পাতায় পাতায় ঝরে অশান্ত হৃদয়
দাঁতে দাঁত চেপে সই
নিস্তব্ধ দুপুরের চেনা নির্জন ফুটপাথ ধরে তোর একলা হেঁটে যাওয়া
যেন খসখস বাতাসের সুরে তোর বিরহ বন্দনা ! বন্ধ চোখ-
রুদ্ধ শ্বাস—কঠিন হয় অবিশ্বাসে অবিচল নিঃস্তব্ধ প্রায়… হায় !!