কবিতা

কবিতা- শেষ ইচ্ছা

শেষ ইচ্ছা
– অমিতাভ সরকার

 

 

একদিন তো হারাতে হবে ,
আজ না হয় হারিয়ে যাই।
প্রহর গুনতে গুনতে ক্লান্ত,
অগ্নুৎপাত কবে হবে জানিনা।

জাবর কাটতে কাটতে নিশ্চুপ,
ঝুলবারান্দায় দাঁড়িয়ে ঢেউ গোনা।
টুপটুপ বৃষ্টির শব্দ শোনা,
ঝড়ো হাওয়ায় স্বপ্নগুলোকে হারিয়ে ফেলা।

নিকিতাকে কাছে পেয়েও
কিশোরী শরীরকে ছুঁতে চাওয়া ,
নদীর স্রোতে হাঁটুজল পার হওয়া,
ফিরে ফিরে নস্টালজিয়ায় ভোগা।

নিকিতা আজকে জড়িয়ে ধরবে একটু,
কিশোরী বেলার প্রথম ভেজা ঠোঁট
পেতে চাইছি, ওই দেখো মহাকাল ডাকছে।
আর বেশি দেরি নেই–

মেঘ উঠেছে ,ঘন কালো মেঘ,
উত্তরে টুপ টুপ বৃষ্টি তীব্র হল।
করাত করাত বিদ্যুতের ঝলকানি,
বারান্দার লাগোয়া তালগাছে বজ্রপাত!

Loading

Leave A Comment

You cannot copy content of this page