Site icon আলাপী মন

কবিতা- আমি গান গাই

আমি গান গাই
– তড়িৎ সেন

 

 

আমি যদি চারণকবি হোতাম
গান গেয়ে আর পায়ে পায়ে
কোথায় চলে যেতাম,
তোমার বাড়ির উঠোন পেরিয়ে
কাঁঠাল গাছের ছায়ায় দাঁড়িয়ে
গলা ছেড়ে গান মান অভিমান,
আমার গানে হাজার কথা বলা
ন্যায় অন্যায় সামনে নিয়ে তোলা
মা ঠাকুমা বসতে বললে বসি
একমুঠো চাল ঝোলায় তুলে রাখি,
উজাড় করে গান শুনিয়ে যাই
কতো গ্রাম যাই ঘুরে ঘুরে —
ঘরে ফিরে আসি নতুন গানের টানে
গান লিখে যাই একান্তে আনমনে —
লেখাগুলো সব জমা করে করে রাখি
গ্রাম বাংলার ছবি আঁকা আছে তায়,
আছে সুখ দুঃখের যত কথা
আছে ঋতু সমাগমে প্রকৃতির রূপকথা
আছে চাষবাস নিয়ে বলা
তোমরাও এসো যদি তা শুনতে চাও।

Exit mobile version