কবিতা- কখনো না বলতে পারনি

কখনো না বলতে পারনি
– অতীশ দীপঙ্কর

 

 

কোন দিন ফিরতেও পার জানি, কোনো একদিন
নিশ্চিত হারিয়ে যাব,
ফিরে আসবে হয়তো সেদিন।
অনিচ্ছা কত!
কোনও দিন বলতেও চাই নি, কোনও সময়ও,
তবু যদি ফিরে আ’স–
আমার আর বাঁধা দ্বিধা দ্বন্দ্ব নেই কোনও।
আসলেই বেশ কাটে সময়!
এই যে এমনি নিদারুণ কাটাচ্ছি দিন
কত রকম প্রতিঘাত ঘটে যায়!
যখনই পেছনে তাকিয়ে দেখি সব ক্ষীণ।
কী ভালো লেগেছে, কী না লেগেছে তাতে কার কী আসেযায়!
কাকে বলব?
তোমাকেই সব বলতাম,যা কিছু দুঃখ সুখ ঘটে–
ফিরে যদি আ’স আবার ভাগ করব
যে কথাগুলো জমিয়ে রাখছি।
হৃদয়ে রক্তের স্রোত,শূন্য নদী
তবুও এখনো পাথর হইনি।
মনে কর ফিরে এলে তুমি!
এ ভব মাঝে দুঃখ জ্বালা আমাকে ছোঁবে না,
তোমার জন্য বেঁচে আছি,
বেঁচে থাকা তবুও যে কোন ভাবে যায় না।
কতো কিছু তুখোড় সুন্দর এখানে সেখানে পাই
যত্ন করে সাজিয়ে না হয় এখন তুলে রাখছি,
তুমি ফিরলেই আমার সমস্ত ভালোবাসা
যাতে ভরিয়ে দিতে পারি।
একদিন ফিরে এ’স, যখনই হোক সেই আসা
দুপুরে কিংবা মাঝরাতে,
তোমাকে পাওয়া আমার সব পাওয়া
আর কিছু নেই এই দুনিয়াতে।
তুমি সব চেয়ে সুন্দর দুনিয়া
আমার কাছে আজও,
হয়ত এখন আর ফিরতে পা’র না।
ফিরে আসলেই পা’র
যখন যেমন যেভাবে হোক এই ফিরে আসা।
যদি না পারো ফিরতে,
তবুও ইচ্ছে রে’খ আসতে
আমার জন্য এ’স পাশে
আমি এখনও বেঁচে আছি বলে।
তোমার কাছে বেশী কিছু চাই নি কখনও!
যা চেয়েছিলাম যখন যবে
তুমিও সবটুকু দিতে উজাড় করে।

Loading

Leave A Comment