ভাঙন
– শিলাবৃষ্টি
ভেঙে গেল হুড়মুড়িয় এক নিমেষে,
আমার স্বপ্নে গড়া ছোট্ট কুটির ভাঙলো শেষে।
এটাই বোধহয় হওয়ার ছিল এমন বুঝি হয়
অনেক দিনের অন্ধকারে এটাই ছিল ভয়!
ভাঙা ঘরের রাবিশ ঘেঁটে পেলাম কিছু কাঁচ,
সযতনে টুকরোগুলো দেখবো সকাল সাঁঝ ।
নাইবা পেলাম সুখের পরশ নাইবা পেলাম হিরে …
ছোট্ট জীবন ফুরিয়ে যাবে স্বপ্নগুলো ঘিরে।
স্মৃতির ভার আর বইতে নারি চলতে জীবন থামে,
ঝাপসা চোখে বিষাদ ঘন নিকষ আঁধার নামে।