অণু কবিতা- পরমানন্দ হৃদয়ে

পরমানন্দ হৃদয়ে
– মানিক দাক্ষিত

 

 

প্রকৃতির স্পর্শসুখে আবদ্ধ শিখণ্ডী
উল্লসিত সৃষ্টির অশুদ্ধবেলায়।
অস্তমিত জ্ঞানের অখণ্ডতার বিলোপ ঘটে
খণ্ডতার অশুভ জ্বালায়।

জ্ঞানের সঞ্জিবনী শঙ্খ স্তব্ধ
পঞ্চজনা অসুরের মাঝে।
হৃষিকেশ নীরব দর্শক
যতদিন না পাঞ্চজন্য শঙ্খ বাজে।

অখণ্ড প্রাণে ক্রিয়ার স্ফূরণ ঘটে
জ্ঞানের উদয়ে।
চৈতন্যস্বরূপের অনুভূতি আলোড়ন তোলে
পরমানন্দ হৃদয়ে।

Loading

3 thoughts on “অণু কবিতা- পরমানন্দ হৃদয়ে

  1. আন্তরিক ধন্যবাদ প্রিয় সাহিত্যপরিবারকে।

Leave A Comment