Site icon আলাপী মন

কবিতা- অনন্ত প্রেম

অনন্ত প্রেম
-সুমিতা পয়ড়্যা

 

 

পূর্ণিমা রাতে রূপালী আলোক উদ্যানে
ভেসে আসা বাতাসে প্রেমের নীলাকাশে
আকুলতা; এক তীব্র টানে বর্ণছটা।
সতত;স্বপনে তৃষা ভুলের দলনে!
এক আকাশের পবিত্র গন্ধে চন্দ্রিমা
আবেগের অভিমানে।অজস্র জিজ্ঞাসু
দৃষ্টি আলোর নীরবতায়, অহংবোধে
গভীরতায়, কান্নায় অসমাপ্ত গানে।
রাতের শূণ্যতা; হাতছানি দেয় ক্লান্তি
জ্যোৎস্নার আভরণে।জ্যোৎস্নার দ্যুতি
স্মৃতি মাখে, অনন্ত বিষন্নতার সখ্যে।
যতেক কল্পনা মনিহার সম গাঁথা
পড়ে; চিরসত্য অনন্ত প্রেম মন্দিরে।
ঋদ্ধ রবে মন স্বর্গীয় অনুরণনে।

Exit mobile version