Site icon আলাপী মন

কবিতা- তৃপ্তি

তৃপ্তি
-অযান্ত্রিক

 


শরীরের মাপ,
সাড়ে ছয় হাত।
আর কত বেশী লাগবে

থান কাপড়ে জড়িয়ে শুয়ে
আলতা জলে দুই পা ধুয়ে,
জাগবে তুমি ,জীবন থেকে জাগবে।

শেকল পরে ,ঘর দুয়ারে,
খড়কুটো জমা নিত্য বাড়ে।
লাগবে সেকি, নদী পেরোতে লাগবে?

সোনায় দানায় ভরিয়ে কোঁচর,
মাস দিন কাল শতেক বছর।
থাকবে,সেকি শেষ অবধি থাকবে?

সব কিছুতেই শেষের কথা,
শুরু থেকেই নির্ভরতা।
জন্মে মোলে সেইতো তুমি কাঁদবে।

জমিয়ে ,খেয়ে, লাভ কি হলো?
সাধের শরীর ছাই সাজাল,
মাটির নাভি ,মাটিতেই পরে থাকবে।

বয়াম ভরে পুরোনো ঘৃত,
আজকে মূর্ছা,কালকে মৃত,
সময় শুধু ছায়াটা মনে রাখবে।
কাজ গুলো সব আজ নাহলেও,
কালকে মনে রাখবে।

Exit mobile version