ভরসা রাখি
– দীপ্তিমান ভাণ্ডারী
আমার যত মন খারাপের বিকালগুলো
সাজিয়ে রাখি একটা দুটো চিঠির ভাঁজে,
সন্ধ্যে নামে ক্লান্ত দেহ বিবর্ণ মেঘ,
ব্যস্ত থাকি ঘরের কোনে মিথ্যে কাজে।
বাইরে তখন কোথাও তো নেই প্রাণের আবেশ,
দখিন বায়ুর সঙ্গে তখন বিষাক্ত শ্বাস,
কেমন যেন বসন্ত বায় বাহার ছাড়া,
তোমার সাথে একলা হবার নেই অবকাশ।
কেবল যেন মনের মাঝে দ্বিধা ও দ্বন্দ্ব,
কেবল একটা অনিশ্চিতে নিত্য যাত্রা,
আমার যারা কাছের মানুষ তারাও দূরে,
এই অসময় জীবন যাপন অন্য মাত্রা।
বিষ মিশেছে মানব জাতির মনের মধ্যে,
বিষ মিশেছে এই পৃথিবীর শিরায় শিরায়,
বিষের ছোঁয়ায় বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল,
দিনের শেষে হিসাব কষা মরা- বাঁচায়।
তবুও আমি ভরসা রাখি এ কালবেলায়,
নূতন দিনের স্বপ্ন লিখি এই অবেলায়,
চিঠির ভাঁজে যত্নে রাখি স্বপ্নগুলো,
অসূর বধে আজও জানি দূর্গা সহায়।
বুকের মাঝে আজও আছে ভরসা প্রবল,
দূর্দিন সব পেরিয়ে আাবে নূতন সকাল,
সেই সকালে এই পৃথিবী গাইবে নূতন,
বিশ্ব জোড়া থাকবে এই মানব প্রেম ঠিক অবিকল।।