Site icon আলাপী মন

কবিতা- স্নিগ্ধতা তুমি

স্নিগ্ধতা তুমি
-অমিতাভ সরকার

 

 

সংগ্রাম অনেক হল।
এখন একটু থিতু হতে চায়;—
হ্যাঁ এখন শুধু তোমাকে নিয়েই বাঁচতে চাই।
সেই ছেড়ে চলে এসেছিলাম কবে,
সংসার সংগ্রামে লড়াইয়ের সৈনিক হয়ে।
কত যুদ্ধ জিতেছি, সেনাপতি হতে পারিনি।
দুঃখ কুরে কুরে খায়।
তোমার সাথে প্রেম ঠিক মত করে উঠতে পারিনি।
তুমি কি একটু জায়গা দেবে তোমার মন্দিরে বসতে!
একটু তোমার স্নিগ্ধতার ছোঁয়া পেতে।
কোকিলের কুহু কুহু ডাক, বসন্তবাউরির ছায়া,
হলুদ পাখির নাচানাচি, টুনটুনি কোয়েলের আনাগোনা।
পশ্চিমের ঢলে পড়া রোদ্দুর যে পুকুরে স্নান করে
সেই চাতালে আমাকে একটু স্থান দাও।
বসে বসে বাবুইয়ের বাসা বোনা দেখব।

Exit mobile version