কোথাও নাই
– তড়িৎ সেন
ভোরবেলা অবগাহনের পরে
পদ্ম পুকুর পারে
চুল আকুলিয়া দিলে
বিস্তৃত পিঠ ‘পরে
আমি সে রূপ নেহারি
বিমোহিত হয়ে যাই
তব হেলদোল নাই
পদ্ম ফুলের ‘পরে
একটি ফড়িং ওড়ে
উড়ে আর এসে বসে
শীতল বাতাস বয়
তব রূপ অপরূপ
প্রকৃতিতে বিলীন হয়
হৃদয়ে আবেগ আসে
আঁখি মুদ্রিত হয়
সময় গড়ায়ে যায়
আঁখি খুলে দেখি
তুমি কোথাও নাই।