Site icon আলাপী মন

কবিতা- এক সন্ধ্যায়

এক সন্ধ্যায়
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

দেশজুড়ে নেমেছে মহামারী, চারিদিকে নিস্তব্ধতা,
ভয়,একাকীত্ব, অন্ধকার হয়ে চেপে ধরেছে অক্টোপাসের মত।
আজ খুব দ্রুত সন্ধ্যা এসেছে ঘনিয়ে,
এই মন সাহারা খোঁজে, ভালোবাসাহীন দ্বীপে।

একটা আলোর নিশানা ক্রমেই যাচ্ছে দূরে সরে,
আজকে ঐ আলোর সাহচর্য বড়ো প্রয়োজন ছিল।
দিশাহারা প্রাণ আঁকড়ে ধরতে চাইছে আলোকে,আলোর বড়োই ব্যস্ততা,
সে চলেছে তার আপন গতিতে, শহরের পর শহর ছাড়িয়ে,
পাহাড়, সমুদ্র, জঙ্গল বা কোনো মরুপ্রান্তরে।

বাদলা পোকাগুলোকে দেখে মনে হচ্ছে আমার প্রতিচ্ছবি,
এমনি করেই খুলে পড়ছে আমার ডানা, পাখা।
এই সন্ধ্যায় অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকা আমি একাকী,
শুধু একটা শব্দ মন ভাঙছে,ওপার থেকে কেউ হাতুড়ি মারছে মনে।।

Exit mobile version