কবিতা- বর্ণপ্রেম

বর্ণপ্রেম
– শংকর হালদার

 

 

সবাই যখন ঢলে পড়ে রাতের আঁচলে মুখ ঢেকে
তখন মৃদু আলোয় ভাব হয় খাতার পাতায়
টুকরো টুকরো ভালোবাসা’ জমা করি
বিধবার বুকে,
হৃদয়ের জি.টি.রোড ধরে আসা সূক্ষ্ম অনুভূতি
সংসার পাতে আমার অধীনে
আমাকে ভালোবেসে…
প্রেম ডোরে আবদ্ধ করি কলম নিবে
ছড়িয়ে থাকা পরিবেশে কত শব্দ, বাক্য
পড়ে থাকা নীরব যন্ত্রণা,
উপচে পড়ে জানলার ফাঁকে…
গভীর রাতে ঘর বাঁধে আমার কুঁড়ে ঘরে।

Loading

Leave A Comment