মেঘচিঠি
– সঞ্চিতা রায়
তুমি আর আমি একসঙ্গে
যখন মেঘদূত পড়তাম,
মনে পড়ে তুমি বলেছিলে,
কোনোদিন যদি দূরে চলে যাও,
তুমিও মেঘের সাথে বার্তা পাঠাবে।
আমি তাই পথ চেয়ে ছিলাম।
আজ যখন জলদগম্ভীর স্বরে
মেঘ ডেকে উঠলো, ছুটে আকাশের
দিকে তাকিয়ে দেখি, মেঘের গায়ে
লেখা আমার নাম, লেখা আছে
“ভালবাসি আজও তোমায় খুউউব।”
হঠাৎ করে বৃষ্টি এলো, বৃষ্টিকে যারা
কান্না বলে,আমি তাদের দলে নই।
মনে হল তোমার ভালবাসার বিন্দুগুলো
এই মিষ্টি বৃষ্টিকে করেছে সৃষ্টি।
ঠাণ্ডা লাগবে জেনেও, ভিজলাম
প্রাণ ভরে। একি অপূর্ব অনুভূতি।
যেন বহুদিন পরে তোমার স্পর্শ পেলাম।
মেঘের দিকে তাকিয়ে চিৎকার করে বললাম,
“আমি আজও তোমারই আছি,ভালবাসি আজও।”
মেঘটা ভেসে ভেসে কোথায় যেন চলে গেল।
আরেক খণ্ড মেঘ উড়ে এসে, হালকা ভাবে
ডেকে জানিয়ে দিল “প্রেয়সী আমার ভাল থেকো”
পাখির পালকের মত হালকা হয়ে গেছে মন।
ভাসছে মেঘের সাথে মন আমার।
ভাল থেকো প্রিয় সাথী আমার।