কবিতা- ইচ্ছে পলক

ইচ্ছে পলক
– উজ্জ্বল দাস

তোর চোখ থেকে একটু কাজল দিবি?
একটা নদী আঁকবো আমি।
তোর নাকছাবিটা আমায় দেনা
একটা মন রাখবো তাতে, রং দেবো বাদামী।।

তুই যদি চাস
তোর ঠোঁট পালিশের কালার হবো।
দিনে রাতে ঠোঁটের তিলের
নিয়ম করে পাহারা দেবো।

তুই যদি চাস
তোর চোখের তারায় বাসা বাঁধবো।
সকাল থেকে সন্ধ্যে অব্দি
চোখের তারা থাকবে জেগে,
একটা পলক খসবে যখন
খেয়াল করে তাকিয়ে থেকে
হ্যাঁ হ্যাঁ ঠিক,
মনে করে চাইবো তোকে, তোকেই চাইবো।

Loading

One thought on “কবিতা- ইচ্ছে পলক

Leave A Comment