জলছবি
-পলি ঘোষ (বৃষ্টি)
হাজার মোমবাতি মাঝে একটা জ্বালিয়ে রেখেছি,
কেন জানো?
ভালোবাসার শব্দের গর্জনে কলমের ডগায় ঝরবে নতুন নতুন শব্দ।
আর লেখা হবে অজস্র কবিতা।
আকাশ আজ তোমার সাথে হারিয়ে যেতে চাই শহরের দুর অজানায়,
যেখানে নীলাকাশ মিশেছে সাগরের ঢেউয়ে।
এ কি বন্ধনে আবদ্ধ করলে তুমি,
কি এক অদ্ভুত অনুভূতি মিশে একাকার হয়ে,
তোমার সাথে প্রথম আলাপ অনেক জমা গল্প ছিল আমার সাথে।
তাতেও ছিলো মিষ্টি পরশ।
তুমি থাকো হাজার মাইল দূরে।
তবু ও কেন মনে হয় আছো তুমি আমার হৃদয়ে জুড়ে।
দুর থেকেও তোমার গন্ধে মাতি দিন প্রতিদিন।
রোজ সকালে কুয়াশা ঘেরা প্রকৃত ভালবাসা ভোরে মনে হয়
হেঁটে চলা ফেরারী মনের ক্যানভাসে আঁকা বাঁকা ছবি ভরিয়ে।
পাখির কলতান মৃদু বাতাস বইছে খুশির তালে তালে।
কল্পনার সাগরে ভেসে জলছবি দেখো আজ সত্যি এক আলোর দিশারী পথে-
ক্যানভাসে ঝরছে বৃষ্টি ভেজা এক মুঠো নীল স্বপ্ন।