কবিতা

কবিতা- দাবি

দাবি
-লোপামুদ্রা ব্যানার্জী

 

 

নারী যেন পুরুষের হট টপিক
নারী কেমন হাঁটে,হাসে কেমন ফিকফিক।
নারী নাকি সুবিধাবাদী,ঘর সাজানো পুতুল
নারীরা স্বার্থান্বেষী, পুরুষের এইসব মতামতই ভুল।

মেয়েদের থাকবে কেন সংরক্ষন চাকরির বাজারে
থাকবে কেন সিট বাস ও লোকাল ট্রেনের চেয়ারে।
মেয়েদের আজ নাকি খুব বাড় বাড়ন্ত!
পুরুষকে চিবিয়ে খায় একেবারে জ্যান্ত।

সমানাধিকারের লড়াইয়ে সুর তোলে চড়া
ওরে নারী তুই যে পুরুষেরই হাতে গড়া।
পুরুষ শিখিয়েছে তোকে লেখাপড়া
শিখিয়েছে তোকে লড়াই করা।

পুরুষের দয়া দাক্ষিন্যে তোর আজ এত প্রগতি
এই কথা গুলো সবই কী সত্যি?
মনুষ্য প্রজাতিকে আগে নিয়ে যায় নারী
সেই কারণেই সামান্যতম সম্মান কী দাবি করতে না পারি।

নারী তার শরীরে লালন করে মনুষ্য প্রজাতির ভবিষ্যৎ
নারী না থাকলে থমকে যাবে পুরুষের বিজয় রথ।
সন্তান জন্ম দেওয়া তা আবার কি বড় কথা
নারীর সম্মান নিয়ে আজ ও কটা পুরুষের আছে মাথাব্যাথা।

আকছার শুনি, ‘স্বামীর ঘাড় ভেঙেই তো খাও
এত বড় বড় কথা কোথা থেকে যে পাও’।
রোদে জ্বলে পুড়ে করতে যদি উপার্জন
তাহলে তবুও শুনতো কথা সামান্য কিছু লোকজন।

নারী, তুমি কি এতই ফেলনা
তুমি কি শুধুই পুরুষের হাতের খেলনা।
ভুল হচ্ছে কোথাও বোধহয় আমার
সব পুরুষ নয় আজ ও চামার।

আজও আমাদের চারিপাশে আছে সেই সব মানুষযাদের আছে মানবতার চূড়ান্ত হুঁশ।
তারা দিতে জানে সম্মান, পেতে জানে মান।
সুন্দর এই পৃথিবীটা যে তাদেরই দান।

 

Loading

10 Comments

  • Prantika Samanta

    গুরুত্বপূর্ণ একটা বিষয়কে তুলে ধরেছ তোমার কবিতায়। নারীদের প্রতি এখন দৃষ্টিভঙ্গী অনেক বদলেছে এবং আগামী দিনে আরো বদলাবে।
    নারীরা পুরুষের “ঘাড় ভেঙ্গে খায়” কি।অদ্ভুত চিন্তা। ঔরসে থাকা সন্তানকে নিজের সবটুকু উজাড় করে দেয় বা হাড়ভাঙ্গা খাটুনি সংসারে যে করে আন্তরিকতার সাথে, তার বেলা? তাহলে বলতে হয় পুরুষরাও নারীদের ঘাড় ভেঙ্গে খায়। এখনও যারা এইসব বিশ্বাস করে, তাদের জ্ঞানের আলোর পথে হাঁটতে হবে তবেই তাদের এই অসুখ সারবে।
    অসাধারণ লাগলো কবিতাটি। তোমার কলমের বৈচিত্র্য মুগ্ধ করেছে। নানা বিষয়ে লিখেছ সাবলীল ভাবে। আরো লেখো। ভালো থেকো।
    শুভ নববর্ষ।

    • Lopamudra Banerjee

      কিছু প্রাচীন পন্থী লোকজন এখনো নারী দের কে এইভাবে ছোট করতে চাইলে আর কিছু চায় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

  • Anonymous

    দারুণ লেখা দি , সত্যি বলতে চাবুক চালালে কলমে

Leave A Comment

You cannot copy content of this page