অনুভূতি
– সুজাতা দাস
একটা ব্যথা’ ঐ আকাশের মতো গাঢ় নীল যেন কালকূট।
একটু খুশি ছোট্ট ঘাস ফুলের মত শুধুই স্বপ্নিল।
একটু মমতা যেটা মূল্যে বিচার হয় না কখনও শুধুই অনুভূতির স্পর্শ।
একটু ভালোবাসা যার প্রমাণ দিতে হয় বরেবার অবিরত।
ছোট্ট শব্দ প্রেম যার অনেক আবেগ থাকে কিন্তু স্পর্শে আসে’না ।
এই শব্দগুলো কেন জড়িয়ে থাকে
জীবনের ছোট্ট চাওয়া পাওয়ার সাথে!
মনটাকে কেন হারাতে ভালো লাগে?
নানা অছিলায় ঐ অসীম অনন্তে কী শুধুই হাহাকার!
যেখানে শুধুই আমার আনাগোনা স্বপ্নগুলো কী ব্যর্থ হবার জন্যই?
যেগুলো শুধুই আমার দেখা তবুও খুঁজে ফেরে এই’মন বারেবার,
অসময়ে আবার নতুন কোনও অজানা এক আকুল ভালোবাসার।।