Site icon আলাপী মন

কবিতা- পৃথিবী ডাকে আমায়

পৃথিবী ডাকে আমায়
– সীমা চক্রবর্তী

 

আমার জন্য থেকোনা পথ চেয়ে, আমি এখন অগ্নি বলয়ে,
দুর্বার গতিতে চলেছি ছুটে, পৃথিবী পরিক্রমার উপলক্ষ হয়ে।

অতলান্ত সাগর সাঁতরে চলেছি, হিমশৈল পেরোনোর মতি,
হয়তো আর ক্রোশ খানেক পথ, তারপর নেবো চির বিরতি।

সোনালী সময় কবেই চলে গেছে, ঘড়ির কাঁটায় লেগেছে রাগ,
সূর্যাস্তের শেষ রক্তিমার কিনারে,রেখে গেছে ঝলসানো দাগ।

ঠিকানা বিহীন জীবন ছুটছে,জানেনা দূরত্বের সঠিক মাপ
দিশারির দেখা কল্পনা প্রসুপ্ত, মহাশূন্যে বিহ্বল ঝাঁপ।

সূর্যের ছায়াপথে মিশে যেতে নেই আর আজ কোনো মানা,
অনাহুতের মতো তৃষ্ণার্ত মন, মুহূর্তের সাথে মেলছে ডানা।

আমার কথা ভেবো নাকো আর, পৃথিবীর ডাকে দিয়েছি সারা,
মায়াবী জালে আর রবনা বাঁধা, তুমি আমি আজ ভিন্ন ধারা।

Exit mobile version