বৃষ্টিভেজা চৈতালী সাঁঝ
– শিলাবৃষ্টি
আজকে না হয় স্মৃতির সুতো ধরে
টান মারি এক বৃষ্টি ভেজা সাঁঝ…
যখন আমার মল্লিকা সেই বনে
প্রথম কলি ভুলিয়ে দিত কাজ।
তেমন দিনে হৃদয় আকুল সুখ
স্বপ্নগুলো ছুঁতো চোখের পাতা ,
আনমনা মন লুকোচুরি খেলায়
ভরিয়ে দিতো কাব্য কথার খাতা।
সন্ধেগুলো নানান্ অজুহাতে –
দেখা করার ছলচাতুরি ভরা,
ইষ্টিশানের শূন্য চেয়ারখানা
গল্পকথায় আকাশ মুখর করা।
হাতের উপর আলতো করে হাত
প্রথম প্রেমের প্রথম পরশ সেতো,
সময়গুলো বড্ড বে-রসিক
নিমেষ ফেলতে হারিয়ে কখন যেতো !
ইষ্টিশানের নিয়ন আলোয় মুখ
সরব হতো নন্দকবির ভাষায়,
চেতনাতে কবি রবির সুর
দিন গুনতো নিত্য সুখের আশায়।
আসতো যেতো এক’শ লোকাল ট্রেন
নামতো এসে মাত্র কয়েক জন ,
কেমন যেন লাগতো মনে লাজ,
অশান্তিতে কাটতো কিছুক্ষণ।
শান্তি আমার লেখেননি বিধাতা,
ফুরিয়ে গেল দেখা হওয়ার পালা,
ফুরিয়ে গেল সাঁঝের কবিতারা
মনের ভিতর এখন ভীষণ জ্বালা ।
একদিন এক ঝড় বৃষ্টির রাত…
চাইলে বিদায় নিঝুম নিরালাতে,
কথা দিলে ফিরবে কদিন পরে
এখন তোমায় হবেই দূরে যেতে।
প্ল্যাটফর্মে সেদিন কালবোশেখি…
প্রবল বৃষ্টি পাগলা হাওয়ার দাপট,
হাত নাড়লে রেলের হাতল ধরে
ঠোঁটের কোণে মিষ্টি হাসি কপট।
কত চৈত্র এলো আর গেলো চলে…
দুয়ার কতো ভাঙল দারুণ ঝড়ে
তোমার আসার আশায় আজও আমি
পথ চেয়ে রই লোকাল ট্রেনের ‘পরে।
অনুভবে হঠাৎ কেন আজ
মন বললো অঝোর বৃষ্টি সাঁঝে…
এখন তুমি যাত্রী গ্যালোপিনের
থামেনা যা হেথায় কোনো কাজে।
“আজও তুমি আমার প্রথম প্রেম”
এই কথাটা বলতে শুধু চাওয়া…
‘কু ঝিক ঝিক ‘ছন্দে ভরা শাওন
তোমার কাছে আমার পরম পাওয়া।