Site icon আলাপী মন

কবিতা- অতৃপ্ত

অতৃপ্ত
-সুমিতা পয়ড়্যা

অনেক দিন হল আর দেখা হবে না
অথবা
হবে হয়ত কোনো একদিন।
তখন না হয়……
দু’জনেই বলব, কতদিন পরে ‘তোমাকে’ দেখলাম;
হয়ত বা
দু’জনেই তাকিয়ে থাকব অনেক্ষণ,
কিংবা
দু’জনেই হাতে হাত রাখব
এমনভাবে….
দু’জনেই উষ্ণতার পরশ নেব দীর্ঘ প্রতীক্ষার পর।
তেমন ভাবে
দু’জনেই অনুভবের ঘরে বাস করব!
কৌতূহলবশঃত
দু’জনেই জিজ্ঞাসা করব, কেমন আছ?
অভ্যাসের অন্তরালে
দু’জনেই বলব, ভালো আছি!
হয়ত বা
দু’জনের ভালো থাকাটাই অভ্যাস।
এই ভাবেই কেটে যাবে দীর্ঘ সময়,
দীর্ঘ দিন, দীর্ঘ মাস, দীর্ঘ বছর।
তারপর হয়ত বা আবার দেখা হবে অসম্ভবের আশায়;
হয়ত বা হবে না!
আর কোনো দিনও না।
কখনো না এক পলকের জন্য না, এক মুহুর্তের জন্যে না।

Exit mobile version