কবিতা- এক এক করে

এক এক করে
-অযান্ত্রিক

 


এক একটা ঘর ঘুমন্ত লোক,
এক একটা ঘর অট্টহাসি।
এক একটা ঘর শোকের তলে,
মুখ ভাসে মুখে চোখের জলে।

এক একটা দ্বার ছায়া ছাপ হীন,
এক একটা দরজায় উঁচু চৌকাঠ।
এক এক দুয়ারে ভিড়ের আভাস,
বুক থেকে বুকে দীর্ঘশ্বাস।

এক এক জানলা শুধু উদাসীন,
এক এক জানালা পথের দিকে,
আসছেনা কেউ ঘরের পথে,
বাম বুকে ক্ষত উছলে ওঠে।

এক একটা ছাদ পায়চারী মন,
এক এক করে সব হারালে যেমন।
অসাড় বরফ সাদা চাদরে ঢেকে,
এক এক করে হয় দূর কাছের থেকে।

Loading

Leave A Comment