কবিতা- নীল চুমে যায়

নীল চুমে যায়
– দেসা মিশ্র

 

 

দীঘির পার শ্যওলা জমে – গল্পের ঘুম,
তবু স্রোত ভালোবাসি- রংধনু রং তরী হয়ে ছোটে, – জাল বোনে আগামীর।
ছোট্ট বাসা প্রকৃতি আর পুরুষ – গান কথা কবিতা আর প্রেম।
সৃষ্টি সাজবে নতুন আলোয়।
আঁধারে লুকিয়ে মৃত্যু – হয়তো ভয়ে ভীত,
প্রতিজ্ঞা এক নতুন ভোরের।
শব্দের সিঁড়ি ঘাস ফুল থেকে তারা দের ঠোঁটে।
আমি ছুঁয়ে যাই নীল – চুমে যাই আবারো আবারো।

Loading

Leave A Comment