Site icon আলাপী মন

কবিতা- ক্ষমা করে দিও

ক্ষমা করে দিও
– পারমিতা ভট্টাচার্য

 

 

আকাশ ভেঙ্গে বৃষ্টি নেমেছে আজ
অনেকদূর ছুটতে ছুটতে এসে দাঁড়াই
    সেই গাছটার নিচে

বটের ঝুড়ির মতো যেখানে নেমে আসে
তোমার আকাচা জামার গন্ধ
গাছের প্রাচীন গুঁড়িটাতে ঠেস দিয়ে বসি

মৃদু হাওয়ায় হাসতে হাসতে বেগুনি ফুলগুলো
তোমার হাসির মতো ঝরে পড়ে আমার শরীরে।

হঠাৎ দূরে তাকিয়ে দেখি ঠিক যেনো তুমি
হাতে তোমার অসমাপ্ত উপন্যাসের  ছেঁড়া পাতা।
চোখে সেই আমায় হারিয়ে ফেলার উদ্বিগ্নতা

তুমি হাত নেড়ে কাছে ডাকো
পাগলের মতো ছুটে যেতে ইচ্ছে করে কিন্তু আমি জানি,
কাছে গেলেই তুমি মিলিয়ে যাবে হাওয়ায়
         ফুরিয়ে যাবে কর্পুরের মতো।

ফুলের সুগন্ধের মতো
ছেয়ে থাকো সর্বদা আমায়
আমি সেই আঘ্রানের কাছে চির দণ্ডবত।

কিন্তু আমার যে দুটো কথা
এখনও তোমায় বলার ছিল শুনবে?
সময় হাতে আছে কী একটুও?

স্মিত হেসে তুমি বলে ওঠো  ‘ বলো ‘

বৃষ্টির শব্দের অনুরণিত হতে থাকে আমার কথাগুলো
‘ তোমাকে বুঝিনি আমি,আমাকেও তুমি নয়
করেছি হয়তো অজান্তে অনেককিছু ভুলও
আজ এই অপরিসর সময়ে দাঁড়িয়ে বলি
পারলে আমায় ক্ষমা করে দিও।
     শুধু ক্ষমা করে দিও।’

Exit mobile version