কবিতা- জাগোরে

জাগোরে
– তড়িৎ সেন

 

 

মেঘলা আকাশ মনটা উদাস
সকাল বেলায় একটা শালিক
ফাগুনের রঙ এ বৈশাখে
কোকিলের উদাসী কূজন
মন বলে চলো চলে যাই
অন্য কোথাও অন্য কোনখানে
উষাকালে বাউলের গানে
মাঝিদের ভাটিয়ালি টানে
দখিনা বাতাসে কপোতের সাথে
অথবা করতাল বাজিয়ে
যে রমণী কৃষ্ণ কৃষ্ণ গায়
হঠাৎ মেঘের ফাঁকে সূর্যোদয়
একেবারে মন ভালো করা
যেন অমর পালের সেই গান
“জাগো জাগোরে নগরবাসী।”

Loading

2 thoughts on “কবিতা- জাগোরে

  1. শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আলাপি মনকে

Leave A Comment