Site icon আলাপী মন

কবিতা- এক শুভদিনে

এক শুভদিনে
-সঙ্কর্ষণ

 

 

হৃদয় কোথাও গোলাপ ছড়ায় কোথাও ব্যাকুল চাঁদ
আলিঙ্গনেও বিষাদ ঘনায় অরণ্যমন ফাঁদ,
কিশোর প্রেমিক অপেক্ষাতে জেনেও এসব ভুল
সলজ্জিতা কীসের ঘোরে সরায় রেশম চুল?

দুয়ের হওয়া একের বাধা প্রাচীন সে বজ্জাত
আকর্ষণের নরম নালিশ করেই যে নস্যাৎ,
পুনম রাতের পরেই এমন ভোরের কিরণ হোক
চাদর চড়েই সরুক পাথর বিমিশ্রতার শোক।

মাথার ওপর আশীর্বাদী বিমূর্ত হাত যাঁর
মনের মাঝেও প্রতিচ্ছবি উঠেই আসুক তাঁর,
চলনবলন পৃথক ধরন সবার পথিকৃৎ
গোলাপ দিয়ে গোপাল বলুক, “বেগম খুশীর ঈদ”।

আজান দিয়ে বোধন শুরু সেটাই ঠাকুরঘর
কারোর চোখে অপার তিনি কারোর পীতাম্বর।

Exit mobile version