Site icon আলাপী মন

কবিতা- প্রশ্নেরা হাঁটে

প্রশ্নেরা হাঁটে

-অমল দাস

 

 

পূবাকাশে মেঘ ঢেকে যায়

বিষাদের জল মাঠে,

ব্যাঙাচির দল জানায় আছি

প্রশ্নেরা সাথে হাঁটে।

 

বৃষ্টি বেলায় মেঘ লুটে যায়

সৃষ্টি নদে ঢেউ,

চিতায় কারো শান্ত নিদ্রা

আগুন জ্বালে কেউ।

 

উল্কাপাতের আঁধার রাতে

ভয় জেগেছিল চোখে,

শিউলি তলায় ফুল মরে যায়

গন্ধ হারায় শোকে।

 

রাত পোহানো ভোরের পাখি

যতই মধুর হোক

আলোর সাথেই বাড়-বাড়ন্ত

শব্দ ধ্বনির রোগ।  

 

দূর্বা তুমি স্নেহের আশিস

এই গৃহ মন্দিরে,

যে গর্ভেই জন্মে জাগো

পুড়তে হয় রোদ্দুরে। 

 

প্রহেলিকার ওড়না সকাল

নেত্র পাতায় জল,

রঙ বদলে শিকার খোঁজে

রক্তচোষার দল।

 

দিনের শেষে ফেরার পথে

শুধু বিষণ্ণতার ভিড়,

উপেক্ষার গার্হ-স্থ দেয়াল

আঁকছে ক্ষয়ের চির।

 

ভগ্ন তটেই আঘাত যত

যত ভঙ্গুরতার খেল,

নাবিক ঠোঁটে লাজের স্তুতি  

মিছে উদ্বেগ উদ্বেল।

Exit mobile version