সভ্যতা শব্দ লেখা…
– মানিক দাক্ষিত
বসন্তের অনুকূলে শীতের জড়তা বাড়ে—
আশ্বিনে বাদল নামে ফুলের কুঁড়িতে।
অন্ধকার হাসির বিষণ্নতা কাড়ে
সবটুকু বিতৃষ্ণা মুড়কি আর মুড়িতে।
শঙ্করের গভীর আক্ষেপ-রাশি —
গেঁয়ো যোগীর ভিক্ষাভাব তাই প্রবাসী।
জীবাণুমাখা ধূলিকণা বিষাক্ত বায়ুতে,
চলমান গতি স্তব্ধ চাকার অভাবে।
মেদহীন পিঞ্জরের বাঁধন অল্পায়ুতে
কাটে নিয়মের আপন স্বভাবে।
চোখের দৃষ্টিগুলো গণ্ডিতে আবদ্ধ;
রোদের আলোয় শিশির তাই অনর্থক শব্দ।
ঋতুর অনিয়মে কেশের পক্কতা আসে…
স্নায়ুর অস্থিরতা চিন্তার মগজে।
ক্ষুধার নিবৃত্তি শুধু হাড়ে আর মাসে—
‘সভ্যতা’ শব্দ লেখা ধবধবে সাদা কাগজে।