Site icon আলাপী মন

কবিতা- বন্ধু হ’বি চল

বন্ধু হ’বি চল
– তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

আমি একটু দূরে দূরেই থাকি।
লাজুক গাছের ছায়ায় ছায়ায় মন।
দূরের থেকেই দেখি আসা-যাওয়া।
দূরের থেকেই “বন্ধু” অনুক্ষণ ।

নীরবতার ভাষাই আমার প্রিয়।
শব্দ আঘাত এড়িয়ে আমি চলি।
নিজের সঙ্গে নিজের বোঝাপড়া।
নিজের সাথেই নিজে কথা বলি।

অবহেলে এড়িয়ে যাবো তোকে।
এমন মনের জোর তো আমার নেই।
ছুঁয়ে দিলাম দূরের তরঙ্গ।
আমার কাছে পৌঁছে গেলো যেই।

বন্ধুর মুখ মনের অলিন্দে।
অনুভবে মনের কথা বল।
ভালোবাসার আদর মেখে,
বন্ধু হ’বি চল.. বন্ধু হ’বি চল।

Exit mobile version