Site icon আলাপী মন

কবিতা- সোপান

সোপান

-পরিতোষ ভৌমিক

 

 

এই সোপানে অনেক ভাষা
অনেক রং অনেক আশা,
গাছের ডালে পাখির বাসা
ইট পাথরের ভালবাসা ।
এই সোপানে পাহাড় নদী
মরু সাগর তরু জলধি,
জাতের বিচার কর যদি
হিন্দু মুসলিম বা ইহুদি ;
এক সারিতে দাঁড়িয়ে আজ
গোনছে পল নেই ইলাজ,
রাজার প্রচার রণসাজ
নেই শত্রু নেই কারুকাজ ।
চলছে মিছিল হাহাকার
অধম উত্তম একাকার,
বিবাদী ভীষণ অবিকার
জীর্ণ ধরা নেই প্রতিকার ।

Exit mobile version